প্রবাস

ইতালিতে রমজান শুরু, বিধিনিষেধ মেনে তারাবি

এ বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইতালিতে ১৩ এপ্রিল (মঙ্গলবার) প্রথম রোজা শুরু হয়েছে। স্থানীয় ঘোষণা অনুযায়ী, ইতালিসহ একই দিনে ইউরোপের অন্যান্য দেশে থাকা মুসলমানরা রোজা রাখতে পারবেন।

Advertisement

এ বছর পুরোপুরি গ্রীষ্ম শুরু হওয়ার আগেই রমজান শুরু হলো। গতকাল ইতালির বিভিন্ন মসজিদে তারাবি নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। তবে করোনা পরিস্থিতির কারণে সবই সীমিত পরিসরে করা হচ্ছে।

এ ব্যাপারে তরপিনাত্তারা টিএমসি মসজিদের খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজী বলেন, ‘করোনার জন্য কিছু বিধিনিষেধ রয়েছে। ইতালির আইনের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর আমরা খতম তারাবি আদায় করছি না। এশার নামাজ আদায়ের পর তারাবি আট রাকাত পড়ানো হচ্ছে। যেহেতু রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ রয়েছে। তাই সুরা তারাবি পড়ানো হচ্ছে এবং রাত দশটার মধ্যে নামাজ শেষ করা হচ্ছে।’

তিনি বাংলাদেশি মুসলিমসহ অন্যান্য দেশের মুসলিমদের প্রতি অনুরোধ জানান তারাবিসহ বাকি নামাজগুলো বাসায় গিয়ে পড়ে নিতে।

Advertisement

আজ ইতালিতে সেহরির শেষ সময় ছিল ভোর চারটা চল্লিশ মিনিট, ইফতার হবে সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে।

এমএইচআর/জেআইএম