‘অমর একুশে বইমলা ২০২১’ এর ইতি হয়েছে আজ। শেষ দিন মেলা শুরু হয় বেলা ১২টায় এবং চলে বিকেল ৫টা পর্যন্ত। আজ নতুন বই এসেছে ৬৪টি এবং আজ পর্যন্ত মেলায় প্রকাশিত সর্বমাট নতুন বইয়ের সংখ্যা দুই হাজার ৬৪০টি।
Advertisement
আজকের বিষয়ভিত্তিক বইয়ের মধ্যে রয়েছে গল্পের ছয়টি, উপন্যাস চারটি, প্রবন্ধ আটটি, কবিতার বই ২৯টি, ছড়ার বই চারটি, জীবনী দুটি, মুক্তিযুদ্ধবিষয়ক দুটি, নাটক একটি, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা চারটি ও অন্যান্য ছয়টি বই।
শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার-২০২১
এ বছরের অমর একুশ বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে থেকে স্টলের নান্দনিক অঙ্গসজ্জায় শ্রেষ্ঠ বিবেচিত তিনটি প্রতিষ্ঠানকে ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয়েছে।
Advertisement
পুরস্কারপ্রাপ্ত তিনটি প্রকাশনা প্রতিষ্ঠান হলো উড়কি, স্টল নম্বর-৪৩, এক ইউনিট, ২. সংবেদ, স্টল নম্বর-১৮৯, ১৯০, ২-৪ ইউনিট, ও কথাপ্রকাশ প্যাভলিয়ন-২০, প্যাভলিয়ন।
আল-সাদী ভূঁইয়া/বিএ/এমএস