রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ১৮ দিনে পার হলেও এখনো প্রকাশ করা হয়নি ‘বি’ ইউনিটের (আইন অনুষদ) ফল। এতে অভিভাবক ও ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।ভর্তি পরীক্ষার প্রথম দিন (৯ নভেম্বর) অনুষ্ঠিত হয় ‘বি’ ইউনিটের ভর্র্তি পরীক্ষা। একই দিনে অনুষ্ঠিত হয় ‘এ’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা চলে ১২ নভেম্বর পর্যন্ত। এক এক করে অন্য সবকটি ইউনিটের ফল প্রকাশ হলেও ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।‘বি’ ইউনিটের পরীক্ষার্থী মো. শাকির আহমেদ জাগো নিউজকে বলেন, ‘ভর্তি পরীক্ষার রেজাল্ট দিতে যে এতো দেরি হয় তা আগে জানা ছিল না। তিনি বলেন, দেশের অন্যতম একটি বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক সুনাম শুনেছিলাম। কিন্তু এই রেজাল্ট নিয়ে আস্থা ধীরে ধীরে হারিয়ে ফেলছি।’খুলনা থেকে পরীক্ষা দিতে আসা তুরিনা ও আশা নামের দুই শিক্ষার্থী বলেন, ‘এতোদিন অতিবাহিত হলেও এখনো কেন রেজাল্ট দিচ্ছে না সেটা বুঝতে পারছি না। অন্য ইউনিটে চান্স না পাওয়ায় বাড়ির সবাই ‘বি’ ইউনিটের খবর জানতে অপেক্ষা করছি।’তবে যোগাযোগ করলে ‘বি’ অনুষদের ডিন অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, ‘আমাদের এবার লিখিত পরীক্ষা থাকায় খাতা দেখতে দেরি হচ্ছে। সে জন্য তাড়াতাড়ি ফলও প্রকাশ করতে পারছি না। তবে দুই-তিন দিনের মধ্যে ফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি।’রাশেদ রিন্টু/বিএ
Advertisement