সরকারি নির্দেশনা অমান্য করে যাত্রী পরিবহন করার অপরাধে চার মাইক্রোবাস চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
সোমবার (১২ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার।
তিনি জানান, হবিগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার সময় চার মাইক্রোবাস চালককে আটক করা হয়। এ সময় তাদেরকে প্রত্যেককে ২ হাজার করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Advertisement
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/জিকেএস