জাতীয়

দুই দশকে এই প্রথম বাংলাদেশে দারিদ্র্য হ্রাসের প্রবণতা বিপরীতমুখী

দরিদ্র বিমোচনে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ভালো করে আসছে। প্রতিনিয়তই কমছিল দেশের দরিদ্র ও অতিদরিদ্রের হার। কিন্তু বিশ্বব্যাংক বলছে, করোনা মারাত্মকভাবে আঘাত করায় বাংলাদেশের প্রবৃদ্ধি হার কমেছে এবং দুই দশকের মধ্যে এই প্রথম দেশে দরিদ্র কমার প্রবণতা বিপরীতমুখী।

Advertisement

সোমবার (১২ এপ্রিল) ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট- মুভিং ফরওয়ার্ড : কানেক্টিভিটি অ্যান্ড লজিস্টিকস টু স্ট্রেন্থেন কম্পিটিটিভনেস’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বিশ্বব্যাংক। তারা বলছে, যদিও বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে করোনার প্রভাব কাটিয়ে উঠছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রফতানি, ভালো রেমিট্যান্স প্রবাহ এবং চলমান টিকাদান কার্যক্রমের জন্য করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভালো করছে।

বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘করোনার কারণে সৃষ্ট অনিশ্চয়তা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতির গতি ইতিবাচক। বাংলাদেশের অর্থনীতির অনিশ্চয়তা কাটিয়ে উঠা নির্ভর করছে কত দ্রুত ব্যাপকহারে টিকাদান নিশ্চিত করা যাবে তার ওপর। এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্ব ব্যাংক।’

Advertisement

পিডি/এআরএ/জিকেএস