দেশজুড়ে

বাঁধের কাজে অনিয়ম, পিআইসি সভাপতিকে ১ মাসের কারাদণ্ড

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের খরচার হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম করায় ৮নং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) সভাপতি আজিজুর রহমানকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

Advertisement

রোববার (১১ এপ্রিল) রাতে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদি-উর-রহিম জাদিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আজিজুর রহমানকে এক মাসের কারাদণ্ড দেন।

জানা যায়, খরচার হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের ৮নং পিআইসি সভাপতি কাজের শুরু থেকেই বাঁধের গোড়া থেকে গর্ত করে মাটি কাটাসহ নানা অনিয়ম করে আসছিলেন। কর্তৃপক্ষ থেকে বার বার তাগিদ দেয়া হলেও গর্ত ভরাট না করে নানা অনিয়ম করেন তিনি।

কাজে অনিয়মের কারণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গত ২৪ মার্চ তাকে শোকজ করেন। কিন্তু আজিজুর রহমান শোকজের কোনো জবাব দেননি এমনকি কর্তৃপক্ষকে হুমকি দেন বলেও পাউবো কর্তৃপক্ষ জানান।

Advertisement

এরপরও তিনটি নোটিশ দিয়েও আজিজুর রহমানের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদি-উর-রহিম জাদিদ।

লিপসন আহমেদ/এসএমএম/জেআইএম

Advertisement