জাতীয়

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, শনাক্ত ৫৪১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৫৪১ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা ৪৩০ এবং শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ৮৬০ জনে।

Advertisement

সোমবার (১২ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (রোববার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৬০৩ নমুনা পরীক্ষায় ৫৪১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৪৫২ জন এবং উপজেলার ৮৯ জন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত বিধিনিষেধের পর থেকে টানা অভিযানের অংশ হিসেবে গতকালও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

এসব অভিযানে ৩৮ মামলার বিপরীতে মোট ৫২ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে সচেতনতার জন্য প্রায় পাঁচ হাজার পিস মাস্কও বিতরণ করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং লকডাউন বাস্তবায়নে আজও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানা গেছে।

মিজানুর রহমান/জেএইচ/জেআইএম