দেশজুড়ে

মিথ্যা ঘোষণায় আমদানি : ৯ কন্টেইনার পণ্য জব্দ

মিথ্যা ঘোষণায় আমদানি করা ৯ কন্টেইনার পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে আনা কন্টেইনার ভর্তি ২৩৬ টন ওজনের গ্লাসগুলো জব্দ করা হয়। আমদানি করা এসব পণ্যে ২৩ লাখ টাকার শুল্ক ফাঁকি দেয়া হয়েছে বলে জানান শুল্ক অধিদফতরের কর্মকর্তারা।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রামের উপ-পরিচালক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান ক্লিয়ার ফিগারেড গ্লাস ঘোষণা দিলেও বাস্তবে এনেছে ক্লিয়ার ফ্লোট গ্লাস। প্রায় কোটি টাকা মূল্যের ২৩৬ টন ওজনের এসব ফ্লোট গ্লাস আমদানির মাধ্যমে তারা ২৩ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করেছিল। সে কারণে সিঅ্যান্ডএফ এজেন্ট এম এফ ইন্টারন্যাশনাল চালানটি খালাস করতে গেলে আমরা ৯ কনটেইনার ভর্তি চালানটি জব্দ করি।’এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। জীবন মুছা/এসএইচএস/পিআর

Advertisement