আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণে নতুন রেকর্ড

গত ২৪ ঘণ্টায় (শনি থেকে রোববার) ভারতের পশ্চিমবঙ্গে রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে সেখানে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৯৮ জন। সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত দিনে কখনও এত সংক্রমণ ধরা পড়েনি। খবর- আনন্দবাজার পত্রিকা।

Advertisement

আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়, কলকাতায়ও সংক্রমণের পুরনো রেকর্ড ভেঙে গেছে। শহরটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন। এর আগে কখনও কলকাতায় সংক্রমণ হাজার ছাড়ায়নি।

জানা গেছে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চললেও করোনা সংক্রমণ ঠেকাতে একাধিক কর্মসূচি নেয়া হয়েছে। তবুও প্রতিদিনই সংক্রমণ বেড়েই চলেছে। রাজ্যটির স্বাস্থ্য দফতর জানায়, গত ২৪ ঘণ্টায় সেখানে পরীক্ষা হয়েছে মোট ৪০ হাজার ৩৭২ জনের। তার মধ্যে ৪ হাজার ৩৯৮ জনের করোনা ধরা পড়েছে। অর্থাৎ ১০ শতাংশের ওপরেই রয়েছে সংক্রমণের হার। শনিবারও পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজারের বেশি।

সংক্রমণের হারে কলকাতা রয়েছে সর্বোচ্চ স্থানে। দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায়ও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৪৭ জন। এই সময়ে মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৮৮ জন। হাওড়া ও হুগলিতে নতুন করে যথাক্রমে ২৯৩ ও ২১০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। তাদের ৫ জনই উত্তর ২৪ পরগনার বাসিন্দা। ৩ জন কলকাতার। দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমে ১ জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে।

এদিকে, করোনা সংক্রমণের এই ঊর্ধ্বগতির মধ্যেই রাজ্যটিতে চলছে টিকাদান কর্মসূচি। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ২ লাখ ১৭ হাজার ১৬ জনকে টিকা দেয়া হয়েছে। এ পর্যন্ত মোট টিকা দেয়া হয়েছে ৭৮ লাখ ৯১ হাজার ৬৫০ জনকে।

এসএস/জেআইএম

Advertisement