জাতীয়

শিশুদের গরম কাপড় বিক্রির হিড়িক

শীত এখনও খুব বেশি জেঁকে বসেনি। তবে অল্প শীতেই শিশুর ঠাণ্ডাজনিত নানা ধরনের সমস্যা হয়ে থাকে। তাই শীতে মা-বাবা সবচেয়ে বেশি চিন্তিত থাকেন শিশুদের নিয়ে। ফলে অল্প শীতেও রাজধানীর বিপণিবিতানগুলোতে ইতোমধ্যেই গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা, যেখানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শিশুদের শীতের পোশাক।ছোট্ট সোনামণিদের জন্য শীতের পোশাক চোখে পড়ছে বিভিন্ন ফ্যাশন হাউস শপিং মলের পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও। রাজধানীর পলওয়েল সুপার মার্কেট, কর্ণফুলী গার্ডেন সিটি, বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, এলিফেন্ট রোড, নিউমার্কেট, যমুনা ফিউচার পার্ক, মাসকট প্লাজার বিভিন্ন দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে শিশুদের হরেক রকমের শীতের পোশাক।দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, এ মূহুর্তে শিশুদের শীতের কাপড়ের চাহিদা অনেক বেশি। যে কারণে তারা শিশুদের আইটেম বেশি কালেকশনে রেখেছেন।তারা জানান, শিশুদের শীতের পোশাকগুলো করা হয়েছে শৈল্পিকভাবে। ফুল, লতাপাতা, প্রাণিজগত, কাটুর্নসহ নানা রকমের কাজ করা সোয়েটারের পাশাপাশি এই আদলের জ্যাকেট বা মোটা গোঞ্জিতে যোগ করেছে ভিন্ন মাত্রা। আর এসবের চাহিদাও অনেক বেশি। নবজাতক থেকে শুরু করে সব শিশুর পোশাকেই আনন্দের ছোঁয়া আনার চেষ্টা করা হয়েছে। শিশুরা একটু রঙিন পোশাক বেশি পছন্দ করে সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে।  শিশুদের জ্যাকেট, ওভারকোট, কার্ডিগান এবং উল সোয়েটার বেশি চলছে জানিয়ে বিক্রেতারা জানান, ছেলে বাচ্চাদের ফুল হাতা মোটা শার্ট, সোয়েটার সেট, জ্যাকেট, কানটুপি বিক্রি হচ্ছে।আর মেয়ে শিশুদের জন্য টপ স্টাইলের সোয়েটার, জিন্স, ওভার কোট লং-শর্ট, কোটি, কান টুপি, মাফলার, লেদার জ্যাকেটসহ কার্ডিগান বেশি চলছে বলেও জানান তারা।এছাড়াও তুলনামূলক কম দামে নিউমার্কেটের সামনে ফুটপাত, ঢাকা কলেজের বিপরীতে, বঙ্গবাজার, গুলিস্তান,পল্টন, আজিজ সুপার মার্কেট, ফার্মগেট, মিরপুরের বিভিন্ন ফুটপাতে শিশুদের শীতের পোশাকের দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। পাঁচ বছরের সন্তান নাবিলার জন্য নিউমার্কেটে শীতের কাপড় কিনতে আসা গৃহকর্মী সুলতানা শিকদার বলেন, শিশুর জন্য সব সময়ই চাই বাড়তি যত্ন। বিশেষ করে শীতে। কারণ শীতে ঋতু পরিবর্তনের ফলে শিশুরা নানা রকম অসুস্থতায় ভোগে। এজন্য শীতে শিশুদের সব সময় শীতের পোশাক পরিয়ে রাখতে হবে। তাই আমার বাবুর জন্য নতুন গরম কাপড় কিনতে এসেছি।বাজার ঘুরে জানা যায়, দেশীয় উলে বোনা অথবা সুতি কাপড়ের হাত ও পা-মোজা ৪০ থেকে ১৫০ টাকা, সুতি কাপড় বা উলের টুপি ৫০ থেকে ১৫০ টাকা, মাফলার ৬০-২০০ টাকা, নবজাতকের কম্বল ২০০ থেকে ৮০০ টাকা,  উলের পোশাকের সেট ২০০ থেকে ১০০০ টাকা, হুডি জ্যাকেট ৩০০-১২০০ টাকা, রেকসিনের জ্যাকেট ৮০০-২০০০ টাকা, চামড়ার জ্যাকেট ১০০০-২৫০০ টাকা, স্পাইডার ম্যান মোটা গেঞ্জি ১৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে।এএস/একে/পিআর

Advertisement