করোনা মহামারির নতুন ঢেউ মোকাবিলায় আসন্ন সর্বাত্মক লকডাউনে শ্রমিকদের প্রতি মানবিক আচরণ করার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিউসি)।
Advertisement
রোববার (১১ এপ্রিল) সংগঠনের সভাপতি শ্রমিকনেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক শ্রমিকনেতা জলি তালুকদার এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।
তারা বলেন, ক্রমাগত সংক্রমণ ও মৃত্যুহার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে। তবে পোশাক শিল্পের মালিকপক্ষের সংগঠনসমূহ কারখানা খোলা রাখার দাবিতে আজ সংবাদ সম্মেলন করেছে।
সরকার এবং মালিকদের প্রতি আহ্বান জানিয়ে টিউসির নেতারা বলেন, কারখানার শ্রমিকরা এই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেও তাদের জীবন ও স্বাস্থ্যনিরাপত্তা সবসময় উপেক্ষা করা হয়েছে। এই আশঙ্কাজনক পরিস্থিতিতে দেশের সব নাগরিকের প্রতি সমান আচরণ করতে হবে।
Advertisement
লকডাউনে কারখানা বন্ধ রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে পরিশোধ করার মধ্য দিয়ে তাদের ঘরে থাকা এবং স্বাস্থ্যনিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান নেতারা।
বিবৃতিতে টিউসি সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, গত বছর সাধারণ ছুটির সময়ে শ্রমিকদের বেতন কাটা হয়েছে। তাদের বোনাস থেকে বঞ্চিত করা হয়েছে। সারাদেশের মানুষ যখন স্বাস্থ্যঝুঁকি এড়াতে বাড়িতে অবস্থান করেছে তখন শ্রমিকদের কারখানায় কাজ করানো হয়েছে। এমনকি শত শত মাইল পায়ে হাঁটিয়ে শ্রমিকদের কাজে যোগদানে বাধ্য করা হয়েছে।
বিবৃতিতে তারা বলেন, কয়েক লাখ শ্রমিককে মহামারি পরিস্থিতির সুযোগ নিয়ে ছাঁটাই করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে চাকুরিচ্যুত শ্রমিকরা প্রাপ্য আইনানুগ পাওনা থেকে বঞ্চিত হয়েছে। মালিক এবং সরকারের এসব অন্যায় আচরণের মধ্য দিয়ে গত বছর করোনা সংক্রমণের সময়ে গার্মেন্ট শ্রমিকদের রাস্তায় আন্দোলন করতে বাধ্য করা হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, এবারও একই পরিস্থিতি হলে শ্রমিকরা নিশ্চুপ থাকবে না, যার পরিণতির দায় সরকার ও মালিকপক্ষকে নিতে হবে।
Advertisement
এসএম/এমআরআর/জেআইএম