উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও যৌথ-প্রযোজনায় নির্মিত ‘আশিকী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। সিনেমা দিয়েই বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ঢালিউড তারকাদের একজন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন নুসরাত ফারিয়া।
Advertisement
বাংলাদেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করছেন নিয়মিত। সেখানেও পেয়েছেন জনপ্রিয়তাও। গান গেয়েও সুনাম পেয়েছেন।
তবে আজকাল নুসরাত ফারিয়া চলচ্চিত্র অভিনয়েই বেশি মনযোগী। সর্বশেষ নুসরাত ফারিয়ার ‘যদি কিন্তু তবু’ সিনেমাটি মুক্তি পেয়েছে ভারতীয় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম জি ফাইভে। শিহাব শাহীন পরিচালিত এই সিনেমায় ফারিয়ার বিপরীতে অভিনয় করছেন অপূর্ব।
আপাতত করোনার কারণে ঘরবন্দী রয়েছেন তিনি। আর নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। সেইসঙ্গে জানালেন নতুন খবর। দীর্ঘদিন পর ফের উপস্থাপনায় দেখা যাবে তাকে
Advertisement
অনুষ্ঠানটির নাম ‘কুইক রেসিপি’। সম্প্রতি বনানীর একটি রেস্টুরেন্টে ‘কুইক রেসিপি’ অনুষ্ঠানটির শুটিং শেষ করেছেন ফারিয়া।
জানা গেছে নুসরাত ফারিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত একসঙ্গে দেশের চারটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।
দীর্ঘদিন পর টিভি অনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, 'করোনা সংক্রমণ ফের বাড়ায় সিনেমার কাজ সব বন্ধ। তাই দীর্ঘদিন পর উপস্থাপনা ফেরার সুযোগ হলো। তাছাড়াও ভিন্ন মাত্রার অনুষ্ঠান এটি। রান্নাবান্না নিয়ে৷ প্রতি পর্বে আমার সাথে থাকবে একজন শেফ। পুরো রমজান মাসজুড়ে প্রচার হবে। আশা করছি ভালো রেসপন্স পাবো।'
এদিকে, বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার কাজ শেষ করেছেন ফারিয়া। ‘বঙ্গবন্ধু’ সিনেমাটি পরিচালনা করছেন ভারতের পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।
Advertisement
অন্যদিকে, দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটির শেষ করেছেন ফারিয়া। বর্তমানে মুক্তির অপেক্ষা রয়েছে সিনেমাটি। এছাড়াও তার হাতে ‘ঢাকা ২০৪০’সহ কলকাতার বেশ কয়েকটি সিনেমা রয়েছে। করোনা সংক্রমণ কমলে আবার এসব সিনেমার শুটিংয়ে ফিরবেন তিনি।
এলএ/এমকেএইচ