দেশের মোট ৩২৩ পৌরসভার মধ্যে ৩০ ডিসেম্বর ২৩৬টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।যদিও প্রধান নির্বাচন কশিনার (সিইসি) তফসিল ঘোষণার সময় ২৩৪ পৌরসভায় ভোটের কথা বলেছেন। পরে প্রজ্ঞাপনে গাজীপুরের শ্রীপুর ও রাজশাহীর নওহাটা পৌরসভায় ভোটের তফসিলও সঙ্গে যুক্ত করা হয়। ফলে এখন নির্বাচন হবে ২৩৬ পৌরসভায়। গত ২৪ নভেম্বর (মঙ্গলবার) প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ পৌর ভোটের তফসিল ঘোষণার পর এরইমধ্যে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা ২৩৬ রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের সহকারী সচিব রাজীব আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ ২৩৬ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর। যাচাই-বাছাই ৫ ও ৬ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।এইচএস/এএইচ/পিআর
Advertisement