খেলাধুলা

ভুটান যাচ্ছে আবাহনী ও শেখ জামাল

১০ বছর আগে আবাহনী অংশ নিয়েছিল ভুটানের কিংস কাপ ফুটবল টুর্নামেন্ট। ২০০৪ সালে বাংলাদেশের দলটি বিদায় নিয়েছিল সেমিফাইনাল থেকে। দীর্ঘদিন পর আকাশী-হলুদরা অংশ নিচ্ছে কিংস কাপে। তবে এবার শুধু আবাহনীই নয়; অংশ নিচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও।বাংলাদেশের দুটি ক্লাবের লক্ষ্যই টুর্নামেন্টের ফাইনাল খেলা। বৃহস্পতিবার ভিন্ন ভিন্ন ফ্লাইটে ভুটানের উদ্দেশে ঢাকা ছাড়বে শেখ জামাল ও আবাহনী। ৯ দলের এ টুর্নামেন্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল খেলবে ‘এ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ভারতের মোহনবাগান, থাইল্যান্ডের আর নাখন এবং ভুটানের ড্রুক ইউনাইটেড এফসি।বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনীর গ্রুপে রয়েছে ৫টি দল। অন্য ৪টি দল হলো- ভারতের আসাম ইলেক্ট্রিসিটি, ভুটানের ইউগেন একাডেমি, নেপালের মানাং এফসি ও থাইল্যান্ডের ওসতসপা এফসি।দুটি দলই কোমর বেঁধে যাচ্ছে ভুটানে। নিজেদের ছাড়াও দলের শক্তি বাড়াতে বেশ কয়েকজন অতিথি খেলোয়াড় নিয়ে যাচ্ছে আবাহনী। গতবার বিজেএমসিতে খেলা স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা, মোহামেডানে খেলা ডিফেন্ডার হ্যানরি, ব্রাদার্সের ভিক্টোর যাচ্ছেন আবাহনীর হয়ে। তাদের পুরনো সামাদ ইউসুফও থাকছেন। পুরনো দুই বিদেশি ওয়েডসন, এমেকা ডার্লিংটন এবং গতবার সকার ক্লাবে খেলা ল্যান্ডিংকে নিয়ে পূর্ণ শক্তির দলই যাচ্ছে শেখ জামালে।এ ছাড়া শেষ ম্যাচে ভারতের মোহনবাগানের বিপক্ষে খেলানোর জন্য ইন্ডিয়া সুপার লিগে কলকাতা ডি অ্যাথলেটিকোর ইথিওপিয়ান স্ট্রাইকার ফিকরু তেফেরা লেমেসাকে পাওয়ার চেষ্টা করছে ক্লাবটি। ওই সময় কলকাতা ডি অ্যাথলেটিকোর খেলা না থাকলে ফিকরুকে পাবেন- এমন প্রত্যাশা শেখ জামালের কর্মকর্তাদের।কিংস কাপে শেষ জামাল-আবাহনীর ম্যাচ-১৫ নভেম্বর : শেখ জামাল-ড্রুক ইউনাইটেড২৩ নভেম্বর : শেখ জামাল-আর নাখন২৭ নভেম্বর : শেখ জামাল-মোহনবাগান১৬ নভেম্বর : আবাহনী-আসাম ইলেক্ট্রিসিটি১৮ নভেম্বর : আবাহনী-ইউগেন একাডেমি২২ নভেম্বর : আবাহনী-মানাং এফসি২৬ নভেম্বর : আবাহনী-ওসতসপা এফসি

Advertisement