দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় টিকার দ্বিতীয় ডোজ নিলেন ২৫৯১ জন

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম চলছে। দ্বিতীয় ডোজ শুরুর পর দুইদিনে জেলায় দুই হাজার ৫৯১ জন টিকা নিয়েছেন। শনিবার (১০ এপ্রিল) জেলা সিভিল সার্জন ডা. একরামুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

Advertisement

সিভিল সার্জন ডা. একরামুল্লাহ বলেন, গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) জেলায় দ্বিতীয় ডোজের টিকা দেয়া শুরু করা হয়। মাঝে শুক্রবার সরকারি ছুটির কারণে টিকাদান বন্ধ ছিল। শনিবার (১০ এপ্রিল) দ্বিতীয় দিনের মতো টিকা দেয়া হয়েছে। জেলা সদর হাসপাতালসহ ৯টি উপজেলায় প্রথমদিনে ৭৮০ জন ও দ্বিতীয় দিনে ১ হাজার ৮১১ জন টিকা নিয়েছেন।

এরমধ্যে কসবায় ১৮৪ জন, নাসিরনগরে ১৯১ জন, বিজয়নগরে ২১৪ জন, বাঞ্ছারামপুরে ২৪৪ জন, সদর উপজেলায় ৮২৬ জন, নবীনগরে ৪৯ জন, সরাইলে ৩২৫ জন, আখাউড়ায় ২৩৬ জন ও আশুগঞ্জে ৩২২ জন ভ্যাকসিন নেন। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ৮৭৯ জন ও নারী ৭১২ জন।

এদিকে সর্বশেষ শনিবার সন্ধ্যার তথ্য অনুযায়ী জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১২৪ জন। এরমধ্যে মারা গেছেন ৪৯ জন ও সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮৭ জন।

Advertisement

আবুল হাসনাত মো. রাফি/এএএইচ