খেলাধুলা

সর্বোচ্চ গোলদাতা রোনালদো

মৌসুমে সবচেয়ে বেশি গোল করায় স্পেনের লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে রিয়াল মাদ্রিদের সাবেক গ্রেট প্রয়াত আলফ্রেডো ডি স্টিফানোর কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে না পারায় আক্ষেপ ঝরেছে তার কণ্ঠ থেকে।জুলাইয়ে ৮৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড স্টিফানো। ১৯৫৬ থেকে ১৯৬০ মৌসুমে রিয়ালকে টানা ৫টি ইউরোপিয়ান টাইটেল জিততে সহায়তা করেছিলেন তিনি। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের সময় স্টিফানোকে স্মরণ করেছেন রোনালদো।রোনালদো বলেন, এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও অনুপ্রাণিত করবে। তবে খারাপ লাগছে, আমাকে পুরস্কারটি তুলে দিতে এখানে উপস্থিত নেই ডন আলফ্রেডো ডি স্টিফানো। আমি তাকে খেলতে দেখিনি তবে উনার অসংখ্য ভিডিওফুটেজ দেখেছি। আসলে তিনি ফেনোমেনাল।মৌসুমে লা লিগায় দারুণ পারফর্ম করেছেন রোনালদো। প্রতিপক্ষের জালে ৩১ বার বল জড়িয়েছেন তিনি। যদিও শিরোপা জিতেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। আর পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছিল রিয়াল মাদ্রিদ।

Advertisement