একটি পরিবারে কত আদরেই না বেড়ে ওঠে শিশুরা। পরিবারের সদস্যরা শিশুকালে তাদের চোখে চোখেই রাখে, সহজে ঘর থেকে বের হয়ে চোখের আড়াল হতে দেয় না বাবা-মা। আবার পরিবার ছাড়া পথেই বেড়ে ওঠে অনেক শিশু। শিশুর জন্ম যেখানেই হোক না কেন সব শিশুই চায় বিশ্বকে জয় করতে। তবে এ পথে বাধাও রয়েছে। এ বাধা অনেক সময় শিশুরা অতিক্রম করে। তেমনি শিশুরা ব্যাংক অ্যাকাউন্ট খোলে সঞ্চয় দিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে। হয়ত একদিন তাদের এ স্বপ্ন বাস্তবায়ন হবে। ব্যাংকিং মেলায় শিশুদের সংঙ্গে আলাপকালে তাদের স্বপ্নের কথাই জানা গেছে।এমনই একজন পথশিশু ইয়াসমিন। সে রাজধানীর মগবাজার এলাকায় অবস্থিত সোসাইটি ফর আন্ডার প্রিভিলেজ ফ্যামিলিজ (সাফ) স্কুলে লেখাপড়া করে। ব্যাংকিং মেলায় তৃতীয় দিন বৃহস্পতিবার বাংলা একাডেমি প্রঙ্গণে তার সঙ্গে আলাপকালে জাগো নিউজকে জানায়, আমি আগে জানতাম না কিভাবে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয়। অনেকদিন আগে আমাদের স্যার বললেন, তোমাদের ব্যাংকে অ্যাকাউন্ট করে দেয়া হবে। তখন আমরা ছবি নিয়ে এসে স্যারকে দিলাম। স্যার আমাদের অ্যাকাউন্ট করার জন্য ফরম পূরণ করে দিলেন। এরপর আমরা সই করে দিয়েছি। হয়ে গেলো ব্যাংক অ্যাকাউন্ট। কিন্তু কিভাবে তা পরিচালনা করতে হয় তা জানতাম না। তবে মাঝে মাঝে টাকা জমিয়ে রাখতাম। আমাদের স্যার বুঝিয়ে দিয়েছে কিভাবে টাকা জমা করতে হয়। আর আমরা সেভাবেই টাকা জমা করি। কিন্তু অ্যাকাউন্ট পরিচালনার বিষয়ে আমরা তেমন জানতাম না। তাই স্যার আমাদেরকে আজ ব্যাংকিং মেলায় নিয়ে এসেছে। আজ মেলায় এসে অনেক অভিজ্ঞতা হলো।সে আরো জানায়, এতোদিন জানতাম বড় লোকেরা ব্যাংকে টাকা জমায়। কিন্তুএখন বুঝলাম সবাই ব্যাংকে টাকা জমাতে পারে। সে আরও বলেন, আমি আমার জমানো টাকা দিয়ে সেলাই কারখানা করবো।সোসাইটি ফর আন্ডার প্রিভিলেজ ফ্যামিলিজ (সাফ)স্কুলের অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স অফিসার মাহবুব আলম জানান, আমাদের স্কুল থেকে ৭২ জন ছাত্র-ছাত্রী এসেছে। তাদের ব্যাংকিং শিক্ষার জন্য নিয়ে এসেছি। কিভাবে তারা সঞ্চয়ে উদ্বুদ্ধ হবে এই মেলা তাদের সেই শিক্ষা দেবে।রাজধানীর প্রদীপণ স্কুল থেকে ব্যাংকিং মেলায় এসেছে পঞ্চম শ্রেণির ছাত্র রাসেল। সে বলে, আমরা এখানে এসে অনেক কিছু শিখেছি। এক বছর আগে অ্যাকাউন্ট খুলেছি। কিভাবে এই অ্যাকাউন্ট পরিচালনা করতে হয় জানিনা। এখানে এসে তা শিখেছি। এই অ্যাকাউন্টের মাধ্যমে বড় হয়ে আমি কিছু করতে চাই। শুনেছি অ্যাকাউন্ট থাকলে ব্যবসা করার জন্য ব্যাংক টাকা দেয়। আমি আমার জমানো টাকা দিয়ে ব্যবসা করতে চাই।বৃহস্পতিবার সকালে পথশিশুদের জন্য ব্যাংকিং শিক্ষার আওতায় নিয়ে আসতে বিশেষ সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। লালবাগের প্রদীপণ স্কুলের শিক্ষক মো. আজমল বলেন, এক বছর আগে আমাদের স্কুলের ৩৫৪ জন ছাত্র-ছাত্রী ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। আজ (বৃহস্পতিবার) এ অনুষ্ঠান আমাদের ৩৭ জন ছাত্র-ছাত্রী এসছে। তারা ব্যাংক হিসাব সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে। বিশেষ করে সঞ্চয়ের টাকা দিয়ে কিভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে সেটাও তাদের জানা হয়ে গেলো। যা তাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে।উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের আয়োজনে মঙ্গলবার থেকে শুরু হওয়া ৫ দিনব্যাপি মেলাটি চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত।মেলায় কেন্দ্রীয় ব্যাংক ছাড়াও দেশি-বিদেশি ৫৬টি ব্যাংক, ৬টি আর্থিক প্রতিষ্ঠান ও ৭টি আর্থিক সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। দর্শনার্থীদের জন্য মেলায় বাংলাদেশ ব্যাংকের আর্থিক শিক্ষা, টাকা জাদুঘর, বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস (টাকা তৈরির মেশিন), বিভিন্ন প্রকাশনা, স্মারক মুদ্রা ও নোট ক্রয়, জনসাধারণের জন্য সেবা ও অভিযোগ কেন্দ্র খোলা রয়েছে।এসআই/এসএইচএস/পিআর
Advertisement