চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘ভারতের ইতিহাস’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : ভারত-চীন যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর : ১১ অক্টোবর ১৯৬২।২. প্রশ্ন : ইন্দিরা গান্ধী কবে আততায়ীর গুলিতে নিহত হন? উত্তর : ৩১ অক্টেবর ১৯৮৪।৩. প্রশ্ন : ভারতীয় সংবিধানের প্রস্তাবের জনক কে? উত্তর : জওহরলাল নেহেরু।৪. প্রশ্ন : তাসখন্দ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর : ১১ জানুয়ারি ১৯৬৬। ৫. প্রশ্ন : ভারতের রাজ্যসভার চেয়ারম্যান কে? উত্তর : উপ-রাষ্ট্রপতি। ৬. প্রশ্ন : ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে? উত্তর : মোরারজি দেশাই। ৭. প্রশ্ন : পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে? উত্তর : মমতা বন্দোপাধ্যায়। ৮. প্রশ্ন : ভারত কবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? উত্তর : ১৮ মে ১৯৭৪। ৯. প্রশ্ন : ইবনে বতুতা কবে ভারত গমন করেন? উত্তর : ১৩৩৩ সালে। ১০. প্রশ্ন : ভাস্কো-দা-গামা কবে কালিকট বন্দরে আসেন? উত্তর : ১৪৪৮ সালে। ১১. প্রশ্ন : পর্তুগীজরা কবে গোয়া দখল করে? উত্তর : ১৫১০ সালে। ১২. প্রশ্ন : শেরশাহ কবে হুমায়ুনকে পরাজিত করে দিল্লীর মসনদ দখল করে? উত্তর : ১৫৩৯ সালে। ১৩. প্রশ্ন : সম্রাট আকবরের নির্দেশে কবে জিজিয়া কর প্রত্যাহার করা হয়? উত্তর : ১৫৬৪ সালে। ১৪. প্রশ্ন : আকবর কবে দীন-ই-এলাহী ধর্ম প্রবর্তন করেন? উত্তর : ১৫৮২ সালে। ১৫. প্রশ্ন : ভারত ও পাকিস্তানের মাঝে বিখ্যাত সিমলা চুক্তি স্বাক্ষর হয় কবে? উত্তর : ৩ জুলাই ১৯৭২ সালে। ১৬. প্রশ্ন : মনসবদারী প্রথার প্রচলন করেন কোন সম্রাট? উত্তর : সম্রাট আকবর। ১৭. প্রশ্ন : গেটওয়ে অব ইন্ডিয়া কার সম্মানে নির্মিত হয়? উত্তর : ব্রিটেনের রাজা জর্জ। ১৮. প্রশ্ন : ভারতে সিয়াচেন জায়গাটি কোন সীমান্তে অবস্থিত? উত্তর : ভারত-পাকিস্তান সীমান্তে। ১৯. প্রশ্ন : ব্রিটেনে কবে ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা ঘটে? উত্তর : ১৬০০ সালে। ২০. প্রশ্ন : উগ্র জাতীয়তাবাদী হিন্দুরা কবে বাবরী মসজিদ ধ্বংস করে? উত্তর : ০৬ ডিসেম্বর ১৯৯২। এসইউ/পিআর
Advertisement