জাতীয়

করোনায় বীর মুক্তিযোদ্ধা চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক মো. আবদুল লতিফ (৬৫)। তার গ্রামের বাড়ি কর্ণফুলী উপজেলার শিকলবাহায়। চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ১৮তম ব্যাচের ছাত্র ছিলেন তিনি।

Advertisement

শুক্রবার (৯ এপ্রিল) সকালে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘চমেকের সাবেক ছাত্র ও বিএমএর সদস্য আবদুল লতিফের মৃত্যুতে বিএমএ চট্টগ্রাম শাখার পক্ষ শোক প্রকাশ করছি। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জাগো নিউজকে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক আবদুল লতিফকে শুক্রবার বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

Advertisement

মিজানুর রহমান/এসএস/এএসএম