ধর্ম

করোনায় এবার দেওবন্দেও নাইট কারফিউ জারি

ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দেওবন্দেও আগামী ১৬ এপ্রিল পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে। মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শুক্রবার সন্ধ্যা থেকে সাহারানপুর জেলায় লকডাউন ও নাইট কারফিউ জারি করা হয়েছে। সাহরানপুরের ডিএমপি এ নির্দেশনা জারি করেছেন।

Advertisement

সাহারানপুর ইসলামিক মিডিয়া জানায় জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে এ কারফিউ জারি করা হয়েছে। ভারতের অন্যান্য প্রদেশের মতো উত্তর প্রদেশের সাহারানপুর জেলায় লকডাউনসহ সব এলাকায় আগামী ১৬ এপ্রিল পর্যন্ত নাইট কারফিউ জারি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা থেকে এ কারফিউ পালন করার আহ্বান জানায় দেশটির সরকার। নাইট কারফিউ রাত ৯ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত চলমান থাকবে।

উল্লেখ্য, করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২২ লাখ ছাড়িয়েছে। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও আগের চেয়ে তা অনেকটাই কম। ইতিমধ্যে শুরু হয়েছে টিকা প্রদান কর্মসূচি।

Advertisement

এই মুহূর্তে ভারত সারা বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র (৩ কোটির বেশি) ও ব্রাজিল (১ কোটি ২৬ লাখ)।

এমএমএস/এএসএম