জাতীয়

তরুণ প্রজন্মকে নিজের পায়ে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহবান

তরুণ প্রজন্মকে কারো মুখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়াতে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘ডিজিটাল সেন্টার উদ্যোক্তা’ সম্মেলনে তিনি এ আহবান জানান।তিনি বলেন, তরুণ প্রজন্মকে বলছি, কারো মুখাপেক্ষী হয়ো না। নিজের পায়ে দাঁড়াতে হবে। একটা কিছু করতে হবে।প্রধানমন্ত্রী আরও বলেন, আজকে চাকরির জন্য যুবকরা দৌড়াদৌড়ি করে। আমরা চাই না চাকরির জন্য একটা যুবক এভাবে দৌড়াদৌড়ি করুক। আমি তরুণদের বলবো, নিজেই উদ্যোক্তা হবে। নিজেই একটা কিছু করবে। কারো মুখাপেক্ষী হবে না।এ সময় ইচ্ছা থাকলে সব পারা যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের আত্মবিশ্বাসী হতে হবে।অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অতিসত্বর আমরা একটা ডিজিটাল বাংলাদেশ গড়তে পারবো। শিক্ষা, খেলা, স্বাস্থ্য, পরিবেশসহ সব দিকেই আজ প্রযুক্তির সুফল পাওয়া যাচ্ছে। শেখ হাসিনার উদ্যোগের কারণেই আজ আমরা এই পর্যন্ত আসতে পেরেছি।

Advertisement