অর্থনীতি

শেষদিন সূচক বাড়লো শেয়ারবাজারে

টানা দুইদিন দরপতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠান শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট দর বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। টাকার অংকে লেনদেনেও একই চিত্র।বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়া সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ৩৯ কোটি টাকা কম। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৮৭ কোটি টাকা।বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১২৯টির আর অপরিবর্তিত আছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর।অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫০৭ পয়েন্টে অবস্থান করছে।সিএসইতে মোট ২৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১২০টির আর অপরিবর্তিত আছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩১ কোটি ৮৬ লাখ টাকা।এসআই/একে/পিআর

Advertisement