খেলাধুলা

করোনাভাইরাসে আক্রান্ত আকরাম খান

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে ক্রিকেট বোর্ডের অন্যতম শীর্ষ পরিচালক আকরাম খান। স্বাস্থ্যবিধি মেনে এখন আইসোলেশনে রয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান।

Advertisement

বেশ কিছুদিন ধরেই মৃদু উপসর্গ ছিল আকরাম খানের। যে কারণে সংবাদমাধ্যম থেকে শুরু করে সবার সঙ্গেই খানিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করছিলেন তিনি।

মনের সংশয় দূর করতে করোনা পরীক্ষা করিয়েছিলেন আকরাম খান। শুক্রবার রাতে আসে সেই পরীক্ষার ফলাফল। যেখানে দেখা যায়, তার শরীরে রয়েছে করোনাভাইরাসের উপস্থিতি।

শনিবার সকালে জাগোনিউজকে খবরটি নিশ্চিত করেছেন আকরাম নিজেই। তিনি বলেছেন, ‘শুক্রবার রাতেই করোনা পরীক্ষার ফল পেলাম, পজিটিভ এসেছে। দিনে পরীক্ষা করিয়েছিলাম। এখন পুরোপুরি আইসোলেশনে আছি। পরিবারের সদস্যরা খানিক বিচলিত। তবে আমি শারীরিকভাবে সুস্থ আছি।’

Advertisement

এদিকে আকরাম খানের আগে করোনায় আক্রান্ত হয়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। যে কারণে বিমানের টিকিট কেটেও নিজ দেশ শ্রীলঙ্কায় যেতে পারেননি তিনি।

এআরবি/এসএএস/এমএস