দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় অভিযান, মামলা-জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাস্ক না পরা, সরকারি আইন অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে ৭টি মামলায় ও ৩১শ' টাকা জরিমানা করা হয়।

Advertisement

শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মিনহাজুল ইসলাম পৌর শহরের বিভিন্ন হাট-বাজারে আদালত পরিচালনা করেন।

এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করা, নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় 'সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন), ২০১৮ এর ২৪(২) ও ২৫ (২) ধারা অনুযায়ী ৭টি মামলায় ৩১শ' টাকা জরিমানা আদায় করা হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম রাত ৯টায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্যবিধিতে সরকার কঠোর অবস্থানে। নিষেধাজ্ঞা অমান্য করলে জেল-জরিমানা করা হবে।

Advertisement

শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক(এ এসআই) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করে।

জেডএইচ