আইন-আদালত

করোনামুক্ত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

Advertisement

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে রেজিস্ট্রার জেনারেল নিজেই বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত ২১ মার্চ করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলাম। পরদিন ২২ মার্চ রিপোর্ট আসে করোনা পজিটিভ। এরপর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলাম। চিকিৎসা শেষে গত ৪ এপ্রিল রাতে বাসায় ফিরেছি।’

২০১৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টে রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পান কুমিল্লা জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আলী আকবর। এরপর থেকে তিনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব পালন করে আসছেন।

Advertisement

এফএইচ/এআরএ/এএসএম