দেশজুড়ে

লকডাউনে কোচিং খোলা রাখায় ১ লাখ টাকা জরিমানা

দিনাজপুর শহরে লকডাউনে কোচিং খোলা রাখার অভিযোগে পড়ালেখা নামের একটি কোচিং সেন্টারের পরিচালককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

শুক্রবার বেলা ১১টায় শহরের বড়বন্দর এলাকায় দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাগফারুল হাসান আব্বাসীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পড়ালেখা কোচিং সেন্টারের পরিচালকের দায়িত্বে রয়েছেন মহিন্দ্রনাথ রায়। তিনি একই সঙ্গে পাঁচবাড়ী ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক।

ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়বন্দর এলাকার পড়ালেখা কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেখানে বিপুল পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যায়। লকডাউন উপেক্ষা করে নিয়মিত সেন্টারটি পরিচালনা করা হচ্ছিল।

Advertisement

এদিকে কোচিং সেন্টারের পরিচালক মহিন্দ্রনাথ রায় জরিমানার পরপরই নিজের ভুল স্বীকার করে কোচিংয়ের সকল কার্যক্রম বন্ধ করে দেন।

এমদাদুল হক মিলন/এসএমএম/এএসএম