রাজনীতি

চীনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে : ফখরুল

দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্কের বন্ধন অত্যন্ত সুদৃঢ়। যা কখনো কোনো কারণে ক্ষুণ্ন হবার নয়। চীনের জনগণ মুক্তির জন্য লড়াই করেছে ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদীদের হাত থেকে বেরিয়ে আসতে সংগ্রাম করেছে এবং এখনো করছে। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে বাংলাদেশর সঙ্গে চীনের সম্পর্ক আরো মজবুত হবে।মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এসোসিয়েশন আয়োজিত ‘চীনের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বাংলাদেশের সঙ্গে ৩৯ বছরের কূটনৈতিক সম্পর্ক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হক নান্নুর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন- বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কু গুয়াঙ্গ জু, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্যাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা ডা.এজেডএম জাহিদ হোসেন প্রমুখ।

Advertisement