ধর্ম

গ্রিনল্যান্ডের মুসলিমরা এবার রোজা রাখবেন ২০ ঘণ্টা!

সবচেয়ে বেশি সময় ধরে প্রায় ২০ ঘণ্টা রোজা রাখবেন গ্রিনল্যান্ডে বসবাসরত মুসলিমরা। তাদের রোজা রাখতে হবে ১৯ ঘণ্টা ৫৭ মিনিট। তারপর বেশি সময় ধরে রোজা রাখবেন আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন ও স্কটল্যান্ডের মুসলিমরা। তারা কত ঘণ্টা রোজা রাখবেন?

Advertisement

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা সবচেয়ে বেশি ও কম সময়ে রোজা পালনকারী দেশের এ তথ্য তুলে ধরেছেন। এ বছর গ্রিনল্যান্ডসহ যেসব দেশ দীর্ঘ সময় ধরে রোজা পালন করবেন। তাদের তালিকা তুলে ধরা হলো-- গ্রিনল্যান্ড : ১৯ ঘণ্টা ৫৭ মিনিট।- আইসল্যান্ড : ১৯ ঘণ্টা ৫৬ মিনিট।- ফিনল্যান্ড : ১৯ ঘণ্টা ৯ মিনিট।- সুইডেন ১৮ ঘণ্টা ৫৮ মিনিট। এবং- স্কটল্যান্ডের মুসলিমরা ১৮ ঘণ্টা ৩৬ মিনিট রোজা পালন করবেন।

এদিকে সবচেয়ে কম সময় ধরে রোজা পালন করবেন নিউজিল্যান্ডের অধিবাসীরা। তারা যে সময় নিয়ে রোজা পালন করবেন; তাহলো-- নিউজিল্যান্ড : ১১ ঘণ্টা ২০ মিনিট।- চিলি : ১১ ঘণ্টা ৩০ মিনিট।- অস্ট্রেলিয়া : ১১ ঘণ্টা ৪৭ মিনিট।- উরুগুয়ে : ১১ ঘণ্টা ৪৮ মিনিট। এবং- দক্ষিণ আফ্রিকা : ১১ ঘণ্টা ৫২ মিনিট রোজা পালন করবেন।

বাংলাদেশসহ এ অঞ্চলের মুসলিমরা ১৪৪২ হিজরির রমজানের প্রথমদিন রোজা পালন করবে প্রায় ১৪ ঘণ্টা ৮ মিনিট। অঞ্চলভেদে সময়ের কিছুটা তারতম্য হবে।

Advertisement

উল্লেখ্য যে, বাংলাদেশে আগামী ১৪ এপ্রিল রোজা পালনের সম্ভাবনা রয়েছে। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১৩ এপ্রিল রহমতের বার্তাবাহী মাস রমজান শুরু হবে।

চাঁদ দেখার ওপর নির্ভর করেই রমজানের রোজা পালন শুরু করবে মুসলিম উম্মাহ। বিশ্বের বিভিন্ন অঞ্চলে সূর্যোদয় ও সূর্যাস্তের ওপর ভিত্তি করে মুসলিমরা কম-বেশি সময় রোজা পালন করবেন।

এমএমএস/এমএস

Advertisement