আইন-আদালত

সাবেক জেলা জজ মমতাজ আলী ভূঁইয়ার দাফন সম্পন্ন

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক জেলা ও দায়রা জজ মমতাজ আলী ভূঁইয়ার দাফন সম্পন্ন হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে মরহুমের ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী ওয়ালিদ ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায় তার বাবার দাফন সম্পন্ন করা হয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মমতাজ আলী ভূঁইয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, বারের সাবেক সম্পাদক ও সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও বারের সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদীসহ অন্যান্য আইনজীবীরা।

করোনাভাইরাসে আক্রান্ত বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় মারা যান মমতাজ আলী ভূঁইয়া।

Advertisement

এর আগে গত শনিবার (৩ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার তানভীর পারভেজ রাজধানীর বাড্ডার এম জেড হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।

এফএইচ/এমআরআর