ক্যাম্পাস

শাবিতে প্রযুক্তি উৎসব শুরু শুক্রবার থেকে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে দু’দিনব্যাপী প্রযুক্তি উৎসব (সিএসই কার্নিভাল-২০১৫)। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই) বিভাগ পঞ্চমবারের মতো এই প্রযুক্তি উৎসবের আয়োজন করেছে। পুরো উৎসবের টাইটেল স্পন্সর করেছে আইপিভিশন কানাডা ইনকরডোরেশন। শুক্রবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করবেন জনপ্রিয় লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে দু`দিনব্যাপী এ জাতীয় উৎসব। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।কার্নিভালে বিভিন্ন ধরনের আয়োজনের মধ্যে প্রধান চারটি ইভেন্ট হলো, প্রোগ্রামিং প্রতিযোগিতা, সফটওয়্যার প্রতিযোগিতা, প্রজেক্ট প্রদর্শনী এবং গেমিং প্রতিযোগিতা।সিএসই কার্নিভাল উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান কার্নিভালের সমন্বয়ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম।মো. সাইফুল ইসলাম বলেন, মূলত চারটি ইভেন্টে আমাদের এ কার্নিভাল অনুষ্ঠিত হবে। প্রোগ্রামিং প্রতিযোগিতায় ১৫০ টির মতো টিম রেজিস্ট্রেশন করলেও যথাযথ তথ্য ও ঠিক সময়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ না থাকায় আমরা ১১২টি দলকে বেছে নিয়েছি। দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয় থেকে ১১২টি দল প্রতিযোগিতা করবে এই ইভেন্টে। এছাড়া আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে সফটওয়্যার প্রতিযোগিতায় ১২টি বিশ্ববিদ্যালয় থেকে ২২টি দল, প্রজেক্ট শোকেসিংয়ে ১৩টি বিশ্ববিদ্যালয় থেকে ২৩টি দল অংশ নেবে বলে জানান তিনি।আব্দুল্লাহ আল মনসুর/এমজেড/আরআইপি

Advertisement