বিনোদন

অভিনেতা এস এম মহসীনের অবস্থা গুরুতর, জরুরি প্লাজমা প্রয়োজন

দেশের গুণি অভিনেতা এস এম মহসীন করোনাভাইরাসে আক্রান্ত। তিনি হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা বেশ জটিল।

Advertisement

বর্তমানে এই অভিনেতাকে বারডেম হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জানা গেছে, করোনা তার ফুসফুসে সংক্রমিত হয়ে পড়েছে মারাত্মকভাবে।

এ মুহূর্তে অভিনেতার জন্য জরুরি প্লাজমা প্রয়োজন। নির্মাতা অনিমেষ আইচ তার ফেসবুকে এ তথ্য জানান।

তিনি লিখেছেন, ‘শিল্পী এস এম মহসীন করোনায় আক্রান্ত হয়ে ক্রিটিকাল অবস্থা পার করছেন। সবাই এই ভালো মানুষটির জন্য দোয়া/প্রার্থনা করবেন। তিনি বর্তমানে শাহবাগ বারডেম হাসপাতালে আছেন।

Advertisement

তার জন্য জরুরি ভিত্তিতে A+ প্লাজমা প্রয়োজন।'

যারা প্লাজমা দিতে আগ্রহী তারা ০১৭১৭৯৪২৪০৩ ও ০১৭১১৯৭৯১৮৯ নাম্বারে যোগাযোগ করুন।

প্রসঙ্গত, ৭৩ বছর বয়সী এ অভিনয়শিল্পী সম্প্রতি পাবনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ফেরেন গত ২ এপ্রিল। ফেরার পরবর্তীতে তার করোনার উপসর্গ দেখা দিলে তাকে পরিবারের সদস্যরা প্রথমে একটি হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে পরবর্তীতে ইমপালসে নিয়ে যাওয়া হয়।

অবস্থার অবনতি ঘটলে এই অভিনেতাকে নেয়া হয় বারডেম হাসপাতালে।

Advertisement

এস এম মহসীন প্রায় চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন। অভিনয়ে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে একুশে পদক পেয়েছেন তিনি। দীর্ঘদিন তিনি চাকরি করেছেন শিল্পকলা একাডেমিতে। পাশাপাশি শিক্ষকতাও করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

তিনি ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির একজন সম্মানিত ফেলো।

এলএ/জেআইএম