নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় চট্টগ্রামজুড়ে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেড নিয়ে চলছে এক ধরনের হাহাকার। নগরের সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট ১১০টির মধ্যে প্রায় সবকটি আইসিইউ বেডেই এখন রোগী ভর্তি। এমন সময় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যুক্ত হলো ৮টি আইসিইউ বেড। ফলে ওই হাসপাতালে মোট আইসিইউ বেডের সংখ্যা দাঁড়াল ১১৮টিতে।
Advertisement
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে নতুন এ আইসিইউ বেড উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এ সময় মন্ত্রী বলেন, ‘গতবছর করোনা শুরুর আগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কোনো আইসিইউ বেড ছিল না। বর্তমানে এই হাসপাতালে ১৮টি আইসিইউ বেড হয়েছে। যে কারণে হাসপাতালটি পরিপূর্ণ কোভিড হাসপাতালে রূপান্তরিত হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে।’
তিনি আরও বলেন, ‘করোনার শুরুতে স্বাস্থ্য সেবার যে সঙ্কট ছিল তার অনেকটা এখন কেটে গেছে। এখন প্রায় সব বেসরকারি হাসপাতালে করোনা রোগী ভর্তি করা হচ্ছে। আমাদের চিকিৎসক, নার্সরা করোনাভাইরাসের চিকিৎসায় বেশ অভিজ্ঞ হয়েছে।’
Advertisement
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, মেডিসিন বিভাগের প্রধান ডা. আব্দুর রব, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আসিফ খান, ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদুৎ বড়ুয়া, হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. রাজদীপ বিশ্বাস, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত প্রমুখ।
মিজানুর রহমান/এসএস/জিকেএস