খেলাধুলা

মুমিনুলের ব্যাটে চাপ কাটিয়ে উঠছে সিলেট

প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম ম্যাচে দ্বিতীয় ইনিংসে রংপুর রাইডার্সের বিপক্ষে ১১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৩১ রান সংগ্রহ করতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিলো সিলেট সুপার স্টার্স। তবে ওয়ান ডাউনে ব্যাট করতে নামা মুমিনুল হকের ব্যাটিং দৃঢ়তায় চাপ কাটিয়ে উঠছে মুশফিকুর রহিমের দল।এর আগে দ্বিতীয় ইনিংসের শুরু করতে বল হাতে আসেন রংপুরের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ওভারের ৪ নাম্বার বলে তিনি এলডব্লিউয়ের ফাঁদে ফেলে রানের খাতা খুলার আগেই প্যাভিলিয়নে ফেরত পাঠান ওপেনার জশ কবকে। এরপর নিজের দ্বিতীয় ওভার করতে এসে আবারো সাফল্য পান সাকিব। তিনি শ্রীলঙ্কান খেলোয়ার দিলশান মুনাভিরাকে ফেরত পাঠান। তার ক্যাচটি তালুবন্দি করেন আরেক লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরা। আউট হবার আগে মুনাভিরা ১১ বলে ১৭ রান সংগ্রহ করেছেন।দুই টপ অর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে খানিকটা ব্যাকফুটে চলে গেলেও মুশফিকুর রহিমের সঙ্গ পেয়ে মারমুখী হয়ে উঠেছেন মুমিনুল। তিনি এখন পর্যন্ত ২০ বলে ২৯ রান সংগ্রহ করেছেন। সর্বশেষ আপডেটে সিলেটের সংগ্রহ ৭ ওভার মোকাবিলা করে ২ উইকেটের বিনিময়ে ৫১ রান।অন্যদিকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায় সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান রান করেন সাকিব। ২১ রান করে দ্বিতীয় সর্বোচ্চ ছিলেন থিসারা পেরারা। অন্যদিকে বল হাতে সিলেটের হয়ে সর্বোচ্চ উইকেট দখল করে নেন পেসার মোহাম্মদ শহীদ। তিনি ৪ ওভার বল করে ১ ওভার মেডেনসহ মাত্র ১২ রান খরচা দিয়ে তুলে নিয়েছেন ৪টি উইকেট। রংপুর রাইডার্স :সাকিব আল হাসান, সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, সাকলাইন সজীব, ড্যারেন স্যামি, থিসারা পেরেরা, লেন্ডল সিমন্স, সচিত্রা সেনানায়েকে।সিলেট সুপারস্টারস :মুশফিকুর রহিম (অধিনায়ক),মুমিনুল হক, নূরুল হাসান, মোহাম্মদ শহীদ, নাজমুল ইসলাম অপু, নাজমুল হোসেন মিলন, নাসুম আহমেদ, দিলশান মুনাবেরা, জশোয়া কব, রবি বোপারা ও অজান্থা মেন্ডিস।আরটি/এআরএস/আরআইপি

Advertisement