সাহিত্য

জেলা ও বিভাগীয় পর্যায়ে বইমেলা অনুষ্ঠিত হবে

নতুন পাঠক তৈরি, বই প্রকাশ বৃদ্ধি, বিপণন ও বেসরকারি গ্রন্থাগারের মানোন্নয়নের লক্ষ্যে বিভাগীয় এবং জেলা শহরে বইমেলার আয়োজন করবে সরকার। বৃহস্পতিবার সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।তিনি বলেন, পাঠক ও পাঠ্যাভ্যাস বৃদ্ধির মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মানসে জাতীয় গ্রন্থকেন্দ্র ২৮ নভেম্বর থেকে রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে বিভাগীয় বইমেলা আয়োজনসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় বইমেলার আয়োজন করতে যাচ্ছে।এরমধ্যে রাজশাহীতে ২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর, দিনাজপুরে ১১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর, চট্টগ্রামে ৩০ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি, সিলেটে ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি বইমেলা অনুষ্ঠিত হবে। এছাড়া পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে বইমেলার আয়োজন করা হবে।মন্ত্রী বলেন, গত দুই অর্থবছরে আমরা ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, বগুড়া, কুমিল্লা, যশোর ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বইমেলার আয়োজন করেছি এবং তা অঞ্চলভিত্তিক ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। এসব বইমেলায় ঢাকা থেকে ৬০-৭০টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। আমরা আশা করছি এবারের বইমেলাগুলোতে আরও বেশিসংখ্যক প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আক্তারী মমতাজ, অতিরিক্ত সচিব মোঃ মশিউর রহমান, অতিরিক্ত সচিব মাহবুবা মশকুর, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহ-সভাপতি ও অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক (চলতি দায়িত্ব) হোসনে আরা আক্তার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। এসএ/এআরএস/এসইউ/আরআইপি

Advertisement