করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিশোর কুমার দাসসহ সংগঠনটির ৬ স্বেচ্ছাসেবী। বিভিন্ন হাসপাতাল ও তাদের বাসায় চিকিৎসা নিচ্ছেন তারা।
Advertisement
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিদ্যানন্দের হেড অব ইমেজ অ্যান্ড কমিউনিকেশন সালমান খান। করোনা আক্রান্ত কিশোর চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রামে বিদ্যানন্দের মা ও শিশু হাসপাতালে।
এপ্রিলের শুরু থেকেই ছিল করোনার লক্ষণ তার। গত ৪ এপ্রিল ঢাকায় ভ্যাকসিন নেয়ার কথা থাকলেও, জ্বর বেড়ে যাওয়ায় তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়নি। পরে চট্টগ্রামেই করানো হয় করোনা পরীক্ষা।
সালমান খান বলেন, ‘গতকাল রিপোর্ট পেয়েছি। দাদা (কিশোর কুমার দাস) করোনা পজিটিভ। তিনি চট্টগ্রামে বিদ্যানন্দের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
Advertisement
তিনি আরও জানান, ‘আমরা ৬ জনের টেস্ট করিয়েছি। সবাই করোনা পজিটিভ। আক্রান্তদের মধ্যে একজন ঢাকার বাকিরা চট্টগ্রামের। তারা আসলে ঢাকায় থাকাকালীন করোনায় আক্রান্ত হয়েছেন। আরও কয়েকজন স্বেচ্ছাসেবী আজকে টেস্ট করিয়েছেন।’
এসএম/এমএসএইচ/জেআইএম