করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন দেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
Advertisement
এ সময় প্রধান বিচারপতির স্ত্রীও টিকার দ্বিতীয় ডোজ নেন বলে জাগো নিউজকে জানান সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও তার সহধর্মিণী টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। সেদিন প্রধান বিচারপতি ছাড়াও সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।
এফএইচ/এআরএ/এমকেএইচ
Advertisement