জাতীয়

সাগর-রুনি হত্যাকাণ্ড : দু`দিনের রিমান্ডে আসামিরা

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় আসামিদের দু’দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার মহানগর হাকিম মো. তারেক মইনুল ইসলাম ভূঁইয়া এ রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর সিনিয়র এএসপি ওয়ারেছ আলী সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার আসামিরা হল- পলাশ রুদ্র পাল ও এনামুল হক ওরফে হুমায়ুন। পলাশ ও এনামুল আটকের পর থেকে কারাগারে আটক রয়েছেন।২০১৩ সালের ২ ফেব্রুয়ারি প্রহরী এনামুল ওরফে হুমায়ুন কবিরকে গ্রেফতার করে পুলিশ। আটকের পর বিভিন্ন সময়ে তাকে আট দিনের রিমান্ড নেন পুলিশ। ২০১২ সালের ১০ অক্টোবর প্রহরী পলাশ রুদ্র পালকে গ্রেফতার করে পুলিশ। আটকের পর তাকে বিভিন্ন সময়ে আট দিনের রিমান্ড নেন পুলিশ।মামলার এজহার থেকে জানা য়ায়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হন।২০১২ সালের ১২ ফেব্রুয়ারি সাগর-রুনি হত্যার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন নওশের আলম রোমান।এ মামলার তদন্ত করতে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) দায়িত্ব দেওয়া হয়। এর পর ডিবির কাছ থেকে র‌্যাবের কাছে তদন্তের দায়িত্ব হস্তান্তর করা হয়।প্রথমে তদন্তকারী কর্মকর্তা ছিলেন শেরেবাংলা নগর থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর ন্যস্ত করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে দেওয়া হয়।

Advertisement