জাতীয়

চট্টগ্রামে একদিনে আরও ৬ মৃত্যু, শনাক্ত ৪৭৩

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৪৭৩ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০৬ জনে এবং শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ১৮৮ জনে।

Advertisement

বৃহস্পতিবার (৮ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বুধবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৩৮৬টি নমুনা পরীক্ষায় ৪৭৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৩৯০ জন এবং উপজেলার ৮৩ জন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত লকডাউনের তৃতীয় দিনেও (বুধবার) চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

এসব অভিযানে ৩১ মামলার বিপরীতে মোট ২৭ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে সচেতনতার জন্য অন্তত সাড়ে ৫ হাজার মাস্কও বিতরণ করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং লকডাউন বাস্তবায়নে আজও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

মিজানুর রহমান/এএএইচ/এএসএম