নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
করোনায় মৃতরা হলেন, উপজেলার আতলাশপুর এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী জোসনা বেগম (৫০), বরপা এলাকার বোরহান মোল্লার স্ত্রী খালেদা বেগম (৪৫) ও মিলি (৩৫)।
এ পর্যন্ত উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৯৫ জন। সর্বশেষ ৫৬ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ ওই তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে তারা বাড়িতে চিকিৎসা গ্রহণ করতে থাকেন। তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হল। গত সোমবার রাতে তারা তিনজনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মঙ্গলবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করলে স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করা হয়।
Advertisement
মীর আব্দুল আলীম/এফএ/এএসএম