ধাঁধা : ১. ‘পাঁচ বেডায় তুইল্যা দেয় বত্রিশ বেডার ঘাড়ে দুয়ারে আছে বুইড়্যা বেডা টাইন্যা নেয় ঘরে।’- বলুন তো ব্যাপারটা কী? ২. ‘আসছে যত আসবে তত তার অর্ধেক তার অর্ধেক আপনাকে নিয়ে একশত।’- বলুন তো কীভাবে হতে পারে?৩. কোনো স্কুলে যত ছাত্র আছে প্রত্যেকে তত পয়সা করে চাঁদা দেওয়ায় ৩৬ টাকা চাঁদা উঠল। বলতে হবে ঐ স্কুলের ছাত্র সংখ্যা কত ছিল? উত্তর :১. আঙুল, দাঁত ও জিহ্বার সাহায্যে খাবার খাওয়া। ২. আসছে যত=৩৬, আসবে তত=৩৬, তার অর্ধেক=১৮, তার অর্ধেক=৯, আমি=১, মোট= ১০০।৩. ৬০ জন।এসইউ/আরআইপি
Advertisement