নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরন ও তার বড় ছেলে জিহান করোনায় আক্রান্ত হয়েছেন।
Advertisement
বুধবার (৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এমপির বড় ছেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিহান আল রশিদ।
তিনি বলেন, বাবার কোভিড রিপোর্ট পজিটিভ এলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। শরীরে তেমন কোনো উপসর্গ দেখা দেয়নি। আমারও পজিটিভ এসেছে। শারীরিকভাবে আমিও সুস্থ আছি।
বাবার সুস্থতার জন্য বেগমগঞ্জবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
Advertisement
এদিকে সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরনের করোনা পজিটিভ হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তার রোগমুক্তির কামনা করেছেন।
এফএ/এএসএম