নোয়াখালীতে করোনা সংক্রমণ এড়াতে লকডাউনের দ্বিতীয় দিনে ১২৯টি মামলায় ১ লাখ ৫৬ হাজার ২০০ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
মঙ্গলবার (৬ এপ্রিল) দিনব্যাপী নোয়াখালী ৯টি উপজেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয়। স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নির্দেশনাগুলো প্রতিপালন না করায় নোয়াখালী জেলায় ১২৯ মামলায় ১ লাখ ৫৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এ সময় জনগণের মধ্যে এক হাজার মাস্ক বিতরণ করা হয়।
Advertisement
উপজেলাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনাররা (ভূমি)। একই সময়ে জেলা শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ ও আনসার সদস্যরা। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, জেলায় মোট আক্রান্তের সংখ্যা মোট ছয় হাজার ৩৩১ জন।
এফএ/জেআইএম
Advertisement