দোকান খোলা রাখা, শ্রমিকদের বেতন-বোনাস ঠিকমতো পরিশোধসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বস্ত্র ব্যবসায়ী-কর্মচারী ও শ্রমিকরা।
Advertisement
মঙ্গলবার (৬মাার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের সড়কে তারা এ কর্মসূচি পালন করেন।
দোকান খোলা রাখার দাবিতে সাতক্ষীরা বস্ত্র ব্যবসায়ী-কর্মচারী ও শ্রমিকরা শহরের বড়বাজার সংলগ্ন ফাল্গুনি বস্ত্রালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। এসময় কর্মচারী ও শ্রমিকরা ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে’, ‘দ্বিতীয় দফা লকডাউন মানি না, মানবো না’ বলে স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা বস্ত্র ব্যবসায়ী কর্মচারী সমিতির সভাপতি কবির হোসেন, মোহিনী বস্ত্রালয়ের কর্মচারী সুজন, মেহেদী প্রমুখ।
Advertisement
মানববন্ধনে বক্তারা বলেন, গতবারের লকডাউনে দোকান বন্ধ ছিল। তখন বেতন না পাওয়ায় তাদের মানবেতর জীবনযাপন করতে হয়েছে। সরকারিভাবে বা কোনো সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা তারা পাননি। ফের দ্বিতীয় দফায় লকডাউনে দোকান বন্ধ থাকলে বেতন না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে আবারও মানবেতর জীবনযাপন করতে হবে।
এসময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বাস্থবিধি মেনে তারা যাতে ব্যবসা করার অনুমতি পান, সেজন্য সরকারের কাছে জোর দাবি জানান।
এদিকে আইন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে শহরের ফাল্গুনি বস্ত্রালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় শ্রমিকদের বাধার মুখে পড়েন সাতক্ষীরা সদর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান। পরে সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে সদর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান, বস্ত্র ব্যবসায়ী-কর্মচারী-শ্রমিকরা তাদের কিছু দাবির কথা তাকে জানাান। তাদের ব্যবসায়ী সংগঠনের পক্ষে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে বিষয়টি জানাতে বলা হয়েছে।
Advertisement
আহসানুর রহমান রাজীব/এসআর/এমএস