প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নেয়া ইনডেক্স এগ্রোর শেয়ার বুধবার (৭ এপ্রিল) থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে।
Advertisement
এই লেনদেন শুরুর আগে মঙ্গলবার (৬ এপ্রিল) কোম্পানিটি ২০২০ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ের আর্থিক অবস্থা প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমে গেছে। সেই সঙ্গে জুলাই-ডিসেম্বর এই ছয় মাসের হিসাবেও মুনাফা কমেছে।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে মুনাফা হয়েছে ৫ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকা। এতে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। আগের বছরের একই সময়ে মোট মুনাফা হয় ৭ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকা। এতে শেয়ারপ্রতি মুনাফা হয় ২ টাকা ১ পয়সা।
অপরদিকে জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে মোট মুনাফা হয়েছে ১৩ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকা। এতে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। আগের বছরের একই সময়ে মোট মুনাফা হয় ১৪ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা। এতে শেয়ারপ্রতি মুনাফা হয় ৩ টাকা ৬২ পয়সা।
Advertisement
ভবন নির্মাণ, মেশিনারিজ ও ইক্যুপমেন্ট ক্রয় এবং আইপিওজনিত ব্যয়ের জন্য ইনডেক্স এগ্রোকে পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে ৫০ কোটি টাকা উত্তোলনের জন্য গত বছরের ১০ সেপ্টেম্বর অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ অনুমোদনের ফলে কাট-অফ প্রাইস নির্ধারণে যোগ্য বিনিয়োগকারীরা বিডিংয়ে অংশ নিয়ে কাট-অফ প্রাইস নির্ধারণ করেন ৬২ টাকা। এই মূল্য থেকে ২০ শতাংশ কমে ৫২ টাকায় কোম্পানিটি আইপিওতে শেয়ার বিক্রি করে।
ডিএসই জানিয়েছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের ডিএসইতে ট্রেডিং কোড হবে 'INDEXAGRO' এবং কোম্পানি কোড হবে ৯৯৬৪৩।
এমএএস/এমএসএইচ/এএসএম
Advertisement