সাহিত্য

বাঙ্গালীর কণ্ঠ সাহিত্য পুরস্কার পেলেন স্বপঞ্জয় চৌধুরী

‘দৈনিক বাঙ্গালীর কণ্ঠ সাহিত্য পুরস্কার’ পেলেন কবি ও কথাসাহিত্যিক স্বপঞ্জয় চৌধুরী। কাব্যগ্রন্থ ‘দ্রোহ কিংবা পোড়ো নদীর স্রোত’র জন্য তিনি এ পুরস্কার পেলেন।

Advertisement

গত ২ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর দীপনপুর ভোজনশালা মিলনায়তনে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলা একাডেমির পরিচালক রহিমা আক্তার কল্পনা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক শাহাদাত হোসেন নিপু, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, কবি শাহীন রেজা, কবি আসলাম সানী, ঢাকা সাহিত্য পরিষদের সভাপতি জিয়াউল হক প্রমুখ।

কবি জায়েদ হোসাইন লাকীর উপস্থাপনায় অনুষ্ঠানে সাহিত্য, চলচ্চিত্র, আবৃত্তি, সাংবাদিকতা ও সমাজসেবায় মোট ১৭ জনকে এ পুরস্কার দেওয়া হয়।

Advertisement

কবি ও কথাসাহিত্যিক স্বপঞ্জয় চৌধুরীর জন্ম মাদারীপুরের কালকিনি উপজেলার সাদীপুর গ্রামে। পেশাগত জীবনে সাউথ পয়েন্ট কলেজের প্রভাষক। কাজ করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রে অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর পদে। এছাড়া খণ্ডকালীন সাংবাদিকতাও করেছেন।

তার প্রকাশিত বই ৯টি। এর মধ্যে কবিতার বই ৭টি এবং গল্পগ্রন্থ ২টি। নিয়মিত লিখছেন দেশ-বিদেশের জাতীয় দৈনিক ও সাহিত্য সাময়িকীতে। সম্পাদনা করছেন শিল্পসাহিত্যের ওয়েবপত্রিকা ‘শব্দকুঞ্জ’।

এসইউ/জিকেএস

Advertisement