করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের জন্য ১২টি সিটি করপোরেশনকে ১০ কোটি টাকা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
Advertisement
জানা গেছে, চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সিটি করপোরেশনের উন্নয়ন সহায়তা খাতের কোভিড-১৯ মোকাবিলা উপখাত থেকে কেবল বিনামূল্যে সুরক্ষা সামগ্রী (মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার) বিতরণের জন্য ১২টি সিটি করপোরেশনের অনুকূলে ১০ কোটি টাকা অবমুক্তিতে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।
মঞ্জুরিকৃত অর্থের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ১ কোটি ৪০ লাখ টাকা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১ কোটি ৪০ লাখ টাকা, চট্টগ্রাম সিটি করপোরেশন ১ কোটি ২০ লাখ টাকা, গাজীপুর সিটি করপোরেশন ৮০ লাখ টাকা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৮০ লাখ টাকা, কুমিল্লা সিটি করপোরেশন ৮০ লাখ টাকা, খুলনা সিটি করপোরেশন ৬০ লাখ টাকা, রাজশাহী সিটি করপোরেশন ৬০ লাখ টাকা, বরিশাল সিটি করপোরেশন ৬০ লাখ টাকা, সিলেট সিটি করপোরেশন ৬০ লাখ টাকা, রংপুর সিটি করপোরেশন ৬০ লাখ টাকা এবং ময়মনসিংহ সিটি করপোরেশন ৬০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।
তবে এই অর্থছাড়ের ক্ষেত্রে কিছু শর্তের কথা উল্লেখ করা হয়েছে। শর্তগুলো হলো-
Advertisement
১. ছাড়কৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে দ্যা পাবলিক প্রক্যুরমেন্ট অ্যাক্ট-২০০৬ এবং দ্যা পাবলিক প্রক্যুরমেন্ট রুলস-২০০৮ অনুসরণসহ যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে পালন করতে হবে।
২. অব্যয়িত অর্থ ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
৩. পরবর্তী কিস্তির অর্থছাড়ের আগে বর্তমানে ছাড়কৃত অর্থের ব্যয় বিবরণী পাঠাতে হবে।
৪. এছাড়া নির্ধারিত কার্যক্রম বাস্তবায়ন ব্যতীত অন্য কোনো কাজে এ টাকা ব্যয় করা যাবে না।
Advertisement
এর আগে গত বছরের অক্টোবরে ১২ সিটি করপোরেশনকে সুরক্ষা সামগ্রী বিতরণের জন্য ১২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছিল।
আইএইচআর/এমআরআর/এমকেএইচ