দেশজুড়ে

গণমানুষের ভালোবাসায় সিক্ত মোকতাদির চৌধুরী

গণমানুষের ভালোবাসা ও নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সাংসদ ছাড়াও তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।শিক্ষা-শান্তি, অবকাঠামো এবং সামজিক নিরাপত্তাসহ সার্বিক ক্ষেত্রে উন্নয়নের জন্য বুধবার বিকেলে জেলাবাসীর সমন্বিত উদ্যোগে স্থানীয় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে মোকতাদির চৌধুরীকে এ সংবর্ধনা দেয়া হয়।সংবর্ধনায় নাগরিকদের পক্ষে মোকতাদির চৌধুরীকে উত্তরীয় পড়িয়ে দেয়া হয়। এরপর তাকে ক্রেস্ট, চাবি, ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে মানপত্রও পাঠ করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, আজকে আমি অভিভূত। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমাকে এতো ভালোবাসে, মমতা করে, স্নেহ করে তা আগে এতটা উপলব্ধি করিনি। এই অবস্থায় আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি।ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুখলেছুর রহমান খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বুধবার দুপুর থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে নাগরিকরা এসে হাজির হতে থাকেন সংবর্ধনাস্থলে। ঐতিহাসিক এই সংবর্ধনায় কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। সংবর্ধনা মঞ্চ ও এর আশপাশের এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সংবর্ধনা অনুষ্ঠান পর্ব শেষে সন্ধ্যার পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পী শাহনাজ বেলী, কিরণ চন্দ্র রায়, চন্দনা রায় ও চ্যানেল আই সেরা কণ্ঠ খ্যাত শিল্পী প্রান্তি সঙ্গীত পরিবেশন করেন। পুরো অনুষ্ঠানটি স্থানীয় ক্যাবল চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর

Advertisement