জাতীয়

পাহাড় কাটার অভিযোগে মাদরাসা পরিচালককে ৭৮ লাখ টাকা জরিমানা

পাহাড় কাটার দায়ে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার ‘জালালাবাদ তালিমুল কুরআন মাদরাসা’ নামে একটি কওমি মাদরাসার পরিচালককে ৭৮ লাখ ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। অর্থদণ্ড পাওয়া ওই ব্যক্তির নাম হাফেজ মো. তৈয়ব।

Advertisement

সোমবার (৫ এপ্রিল) পরিবেশ অধিদফতরের পরিচালক রুবিনা ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে জরিমানার বিষয়টি চট্টগ্রাম কার্যালয়কে জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, নগরের জালালাবাদ আরেফিন নগর এলাকায় অবস্থিত একটি কওমি মাদরাসার পাশে চারটি স্থানে সর্বমোট এক লাখ ৫৬ হাজার ১৫০ ঘনফুট পাহাড় কাটার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদফতর। এ বিষয়ে গত ৩১ মার্চ পরিবেশ অধিদফতরের এক শুনানিতে মাদরাসা পরিচালক মো. তৈয়বকে ৭৮ লাখ ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জরিমানার টাকা আগামী ১৫ এপ্রিলের মধ্যে পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি যেসব পাহাড় কাটা হয়েছে সেগুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে অভিযুক্তকে তিন মাসের সময় দেয়া হয়েছে।

Advertisement

এমআআর/এমকেএইচ