মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবীর পল্লব ও অ্যাডভোকেট একলাস উদ্দিন ভূঁইয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া পল্লবের বড় ছেলে ও একলাস উদ্দিনের দুই ছেলেরও করোনা পজিটিভ।
Advertisement
সোমবার (৫ এপ্রিল) বিকেলে এই দুই আইনজীবী নিজে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তারা নিজের ও পরিবারের সদস্যদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ব্যারিস্টার হুমায়ুন কবীর পল্লব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় রয়েছেন। তিনি বলেন, আমরা পরিবারের সবার কোভিড-১৯ টেস্টের জন্য স্যাম্পল দিই। পরে আজ হাসপাতাল থেকে আমার এবং বড় ছেলের রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়।
একলাস উদ্দিন ভূঁইয়া বলেন, করোনা আক্রান্ত হয়ে রাজধানীর আগারগাঁওয়ের কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমার দুই ছেলে বাসায় চিকিৎসা নিচ্ছে।
Advertisement
এর আগে করোনা থেকে সুস্থ হয়েছেন এখলাস উদ্দিন ভূঁইয়ার মেয়ে। আইনজীবী একলাস উদ্দিন গত বুধবার (৩১ মার্চ) করোনায় আক্রান্ত হওয়ার পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
এফএইচ/এমআরআর/এমএস