আইন-আদালত

করোনায় মারা গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রশিদ আহমেদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রশিদ আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Advertisement

সোমবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রশিদ আহমেদের মৃত্যুর বিষয়টি সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে গত ২১ মার্চ সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি হন রশিদ। পরদিন তাকে আইসিইউতে নেয়া হয়। আজ দুপুরে তিনি ইন্তেকাল করেন।

Advertisement

রশিদ আহমেদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইন পেশা পরিচালনার জন্য অনুমতিপ্রাপ্ত হন তিনি।

এফএইচ/এমআরআর/জেআইএম